বড় ও ছোট পর্দার তারকা দম্পতি নিলয় ও শখ ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য রেল স্টেশনে কাজ করেছিলেন। এ ছাড়া দু’জন পৃথকভাবে দুই-তিনটি দৃশ্যের কাজ করেছেন ট্রেনের ভেতর।
নাটকটির নামও ‘দ্য ট্রেন’। সোমবার (১৫ ফেব্রুয়ারি) কমলাপুর থেকে রওনা দিয়ে ময়মনসিংহ, শেরপুর পেরিয়ে নিলয়-শখ গিয়েছিলেন তারাকান্দি পর্যন্ত। আবার ট্রেনে চড়েই ঢাকায় ফিরেছেন তারা। দৃশ্যধারণের জন্য পুরো একটি বগিই ভাড়া করা হয়েছিলো। এ কারণে অন্য যাত্রীরা তাদের ধারেকাছে আসতে পারেনি। ফলে বিড়ম্বনাও তেমন হয়নি।
নিলয় বাংলানিউজকে বললেন, ‘বিয়ের আগে আমি আর শখ কখনও একসঙ্গে ট্রেনে এতোটা পথ যাইনি। এটা অন্যরকম অভিজ্ঞতা। স্টেশনে ট্রেন যখন থেমেছে, লোকজন তখন জানালা দিয়ে আমাদের দেখে অবাক হচ্ছিলো। ’
ট্রেনে কাজ করতে হচ্ছে কেনো? নিলয় জানালেন, গল্পটা এক তরুণের ভুল ট্রেনে উঠে পড়া নিয়ে। সে ঢাকার বাইরে থাকে। তার ওঠার কথা আটটার ট্রেনে। সে এক ঘণ্টা আগের ট্রেনেই উঠে পড়ে। কিন্তু ততোক্ষণে ট্রেন অনেকদূর চলে গেছে। এরপর একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। ওই মেয়েটিই হলেন শখ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেশনের বিভিন্ন স্থানে কাজ হচ্ছে। ট্রেনে নিলয়-শখের ওঠা-নামার চিত্রায়নও চলছে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করবেন সোহাগ ওয়াজুল্লাহ। এটিএন বাংলায় শিগগিরেই প্রচার হবে ‘দ্য ট্রেন’।
বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএইচ