ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাবিতে মুক্তি পাচ্ছে ‘পাওয়া না পাওয়ার পাওয়া’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জাবিতে মুক্তি পাচ্ছে ‘পাওয়া না পাওয়ার পাওয়া’

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের প্রযোজনা ও নিদের্শনায় নির্মিত নাটক ‘পাওয়া না পাওয়ার পাওয়া’ বুধবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নাটকটির পরিচালক ও জাবি ইতিহাস বিভাগের ছাত্র নাঈমুল ইসলাম আবির বাংলানিউজকে  এ তথ্য জানান।



তিনি জানান, আর্ট মাল্টিমিডিয়া নিবেদিত এ নাটকটি বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মুক্তি পাবে। নাটকটি ওই দিন বিকেল ৩টা, ৫টা এবং সন্ধা ৭টায় প্রদর্শিত হবে।

‘একটি ব্যতিক্রমধর্মী প্রেম কাহিনী নিয়ে মূলত নাটকটি তৈরি হয়েছে। ৫৫মিনিট ৫২ সেকেন্ডের নাটকটিতে উঠে এসেছে প্রতিটি মানুষের জীবনে পাওয়া না পাওয়ার আনন্দ বেদনার বাস্তব চিত্র। ’

নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন কে এইচ তালহা, আরাফাত ও রিসান ।
প্রোডাকশন ম্যানেজার সাজেদুল ইসলাম সবুজ আর  চিত্রগ্রহণে ছিলেন মাজহারুল ইসলাম সৈকত।

অভিনয় করেছেন মঈনুল হক তারিফ, রেজওয়ানা মিতু, রবিন খান, জিমু, রানা, সুমন, মাইনুল, সিরাজুল, কবিরুল বাশার, লুৎফুল এলাহী, হাবিবুর রহমান শাহান, যাভিয়ান, আনিসা এবং একটি বিশেষ চরিত্রে রয়েছেন পরিচালক নিজেই।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।