৪৭ বছর আগে খাজা আহমেদ আব্বাস পরিচালিত ‘সাত হিন্দুস্তানি’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। এ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন বিগ বি।
নিজের ব্লগে মঙ্গলবার অমিতাভ লিখেছেন, “১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি হেঁটে হেঁটে খাজা আহমেদ আব্বাসের অফিসে গিয়ে ‘সাত হিন্দুস্তানি’ ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলাম। আজ ওই ঘটনার ৪৭ বছর পূর্ণ হলো। ” অবশ্য টুইটারে একদিন আগেই খবরটি দেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। ছবিটিতে অসাধারণ নৈপুণ্যের সুবাদে সেরা নবাগত হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এ ছাড়া যশ জোহর পরিচালিত ‘অগ্নিপথ’ ছবির একটি স্থিরচিত্রও শেয়ার করেছেন অমিতাভ। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তির ২৬ বছর পূর্ণ করেছে এটি। এতে বিজয় দীনানাথ চৌহান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর আর জাতীয় পুরস্কার জেতেননি বিগ বি।
ছবিটির নাম নেওয়া হয়েছে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতা থেকে। ছবির শুরুতে কবিতাটির আবৃত্তি রয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মাধবী, নীলম কোঠারি, রোহিনি হাট্টাঙ্গাড়ি ও ড্যানি ডেনজংপা।
২০১২ সালে যশ জোহরের পুত্র করণ জোহর রিমেক করেন ‘অগ্নিপথ’। করণ মালহোত্রার পরিচালনায় এতে বিজয় দীনানাথ চৌহান চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন। এ ছাড়াও ছিলেন সঞ্জয় দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়া। মূল ছবিটি ব্যবসাসফল না হলেও রিমেক সুপারহিট হয়।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ