জনদরদি হিসেবে বলিউড সুপারস্টার সালমান খানের আলাদা পরিচিতি আছে। এবার বলিউডের বিভিন্ন ছবির জন্য সেট তৈরিতে কর্মরত কাঠমিস্ত্রির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
শ্যাম কানহাইয়া চৌহান নামের ওই কাঠমিস্ত্রি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের সদস্য। তার ১৬ বছর বয়সী মেয়ের ওপেন হার্ট সার্জারির জন্য প্রচুর টাকা প্রয়োজন। তাই সহযোগিতার জন্য সমিতিকে অনুরোধ জানান তিনি। এরপর গত মাসে তারা চিঠি লেখেন সালমানের এনজিও বিইং হিউম্যানের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আবেদনকারী বলিউডের একজন সদস্য। মেয়ের হৃদরোগের চিকিৎসার ব্যয়বহনের সামর্থ্য নেই তার। উত্তর মিলেঠে ১৫ দিনের মধ্যে। বিইং হিউম্যান থেকে মেয়েটির চিকিৎসায় হাসপাতালে ২৫ হাজার রুপি পরিশোধ করা হয়েছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্যাম কানহাইয়া চৌহান। তিনি বেতনভুক্ত কর্মচারি। কাজ থাকলে দিনে ৭৫০ রুপি পেয়ে থাকেন। কিন্তু রোজ কাজ থাকে না।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ