ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ড. আনিসুজ্জামানের জন্মজয়ন্তীতে ‘আলোকযাত্রা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ড. আনিসুজ্জামানের জন্মজয়ন্তীতে ‘আলোকযাত্রা’

প্রবীণ শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের জন্মদিন ১৮ ফেব্রুয়ারি। এই জীবন্ত কিংবদন্তির ৭৯তম জন্মজয়ন্তীকে সামনে রেখে তার জীবন ও কর্মের ওপর তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘আলোকযাত্রা’।



বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে। অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকবেন ড. আনিসুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ফোকলোরবিদ ড. শামসুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ ছাড়া অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক আনিসুল হক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী। সঞ্চলনা করবেন কথাসাহিত্যিক ঝর্না রহমান।

প্রামাণ্যচিত্রটি প্রযোজনা ও পরিবেশা করেছে ফুল ফ্রেম সিনেমা। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শ্যামল চন্দ্র নাথ। তিনি জানান, এখানে তুলে ধরা হয়েছে আনিসুজ্জামানের কর্মময় ও ঘটনাবহুল জীবনের নানাদিক। রাজধানী শহরের বিভিন্ন স্থানে এই তথ্যচিত্রের চিত্রায়ণ হয়েছে। দেশ বিভাগ, দেশান্তরী হওয়া, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাত্তোর বাংলাদেশ পুনর্গঠনের ব্যাপারে আনিসুজ্জমানের কিছু মূল্যবান কথা উঠে এসেছে এতে।

বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।