আন্তর্জতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন একটি গান গাইলেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। এর শিরোনাম ‘বর্ণমালা’।
গানটির কথা এমন- ‘রক্ত যখন কালি হয়/সেই কালিতে লেখা হয় বর্ণমালা/বাংলা আমার মায়ের ভাষা, আমার অহংকার/গান-কবিতা মান-অভিমান সবই তো আমার/অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।
সারেগামা অ্যাকাডেমির আয়োজনে গানটির একটি ভিডিও তৈরি হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এর চিত্রায়ন হবে। এতে ২৫-৩০ জন শিশুকে নিয়ে অংশ নেবেন সৈয়দ আবদুল হাদী। জানা গেছে, একুশে ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে এটি।
গানটি লিখেছেন মাহফুজ বিল্লাহ শাহী। তিনি বললেন, ‘দেশীয় সংগীতের দুই কিংবদন্তি ভাষার গানটিতে কাজ করেছেন। তাদেরকে ধন্যবাদ। বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারের অমর অবদানের পাশাপাশি বায়ান্নর গৌরবময় ইতিহাস ও মাতৃভাষার গর্বের কথা তুলে ধরেছি এ গানে। ’
বাংলাদেশ সময় : ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জেএইচ