এক যুগ অতিক্রম করছে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নমুখী সফল গণমাধ্যম কার্যক্রম ‘হৃদয়ে মাটি ও মানুষ’। এ উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ-বেঁচে থাকার অব্যাহত অভিযান’।
কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি চ্যানেল আইতে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়। এ পর্যন্ত এর ৫৮৪টি পর্ব প্রচারিত হয়েছে। এ অনুষ্ঠানের ধারাবাহিকতায় কৃষি সমস্যা ও কৃষি কৌশলবিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’-এর ৫২২টি পর্ব প্রচারিত হয়েছে।
শাইখ সিরাজের উন্নয়নমুখী সাংবাদিকতা শুরু হয় ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনে। ১৯৮২ সাল থেকে টানা ১৪ বছর বিটিভিতে ‘মাটি ও মানুষ’ উপস্থাপনা করেন তিনি। সে হিসেবে তার সক্রিয় ও সরেজমিন উন্নয়ন সাংবাদিকতার ৩৪ বছর পূর্ণ হচ্ছে। শাইখ সিরাজের কৃষি কার্যক্রম এ দেশের শহরের মানুষকে মাটির দিকে ফিরে তাকানোর একটি বিশেষ চোখ তৈরি করেছে।
এখন দেশের সকল গণমাধ্যমেই কৃষি বিষয়ক সংবাদ, অনুষ্ঠান ও কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। ‘হৃদয়ে মাটি ও মানুষ’ দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের কৃষিক্ষেত্রে ব্যবহৃত সেরা অনুশীলনগুলো তুলে ধরে কৃষি সম্প্রসারণের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে গণমাধ্যমকে।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ