শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল নিয়ে হাজির হতে থাকবেন সর্বস্তরের মানুষ। বাজবে প্রভাতফেরির গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’।
শহীদ মিনারের কাছে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিমুলতলায় প্রভাতফেরির প্রথম প্রহরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে তীরন্দাজ নাট্যদল। তাদের পরিবেশনা তো থাকবেই। পাশাপাশি অংশ নেবে আরণ্যক নাট্যদল, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, বাতিঘর, বটতলা, থিয়েটার ৫২, লোকালয়, কবিয়াল, মুক্তস্বর ও চিৎকার।
‘জীবনের জন্য থিয়েটার, থিয়েটারের জন্য জীবন’ প্রতিপাদ্য নিয়ে নাট্যচর্চা করে আসছে তীরন্দাজ। দলটির জ্যেষ্ঠ সদস্য দীপাক সুমন জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই আয়োজন।
বাংলাদেশ সময় : ০৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জেএইচ