ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৭টি বর্ণিল গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
১৭টি বর্ণিল গানের অ্যালবাম

বর্ণ চক্রবর্তীর সুর ও সংগীতে ‘বর্ণ উইথ কালারস’ নামে ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছে তিনটি মিশ্র অ্যালবাম। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবার এলো চতুর্থ অ্যালবাম ‘বর্ণ উইথ কালারস: ভলিউম ৪’।

এটি বাজারে এনেছে হিউজ স্টুডিও।  

১৭ টি গান নিয়ে প্রকাশ হয়েছে এটি। গান গেয়েছেন ফাহমিদা নবী, পারভেজ সাজ্জাদ, বর্ণ, অরণ্য শান্ত, ফোরকান, আপন আহসান, শাফায়েত বাঁধন, ইভান চৌধুরী, এমজেকে, আলিফ রহমান, আলামিন, রাফসান পাভেল, চিত্রা, শাহরিয়ার ও রাসিব।

গান লিখেছেন বর্ণ চক্রবর্তী, সাফায়েত বাঁধন, ফোরকান, এন এস হাসান, ইভান চৌধুরী, রাফসান পাভেল, আলামিন, আপন আহসান ও রেজানুল করিম। সবকটি গান রেকর্ড হয়েছে হিউজ স্টুডিওতে। সবকটি গানের সংগীত পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী নিজেই। অ্যালবামে আছে মেলোডিয়াস, সেমি ক্লাসিক্যাল, ট্র্যান্স, পপ ও রক ঘরানার গান।

নতুন অ্যালবাম নিয়ে বর্ণ চক্রবর্তী বলেন, ‘গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছি। আছেন নবীন শিল্পীরাও। তাদের উদ্যম ভালো গান তৈরিতে সাহায্য করেছে। আশা করছি শ্রোতারা গানগুলো উপভোগ করবেন। ’

* ‘বর্ণ উইথ কালারস: ভলিউম ৪’- এর সব গান:


বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।