ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কুষ্টিয়ায় ‘বাপজানের বায়োস্কোপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
কুষ্টিয়ায় ‘বাপজানের বায়োস্কোপ’

কারুকাজ ফিল্মসের প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ এবার উপভোগ করবেন কুষ্টিয়ার দর্শকেরা। ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা শিল্পকলায় চলচ্চিত্রটি দর্শনীর বিনিময়ে দেখানো হবে।



নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ১১টা, বেলা ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। প্রদর্শনের সময় সেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলীরা।

গত বছরের ১৮ ডিসেম্বর চলচ্চিত্রটি দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সময় অদৃশ্য চক্রান্তে ৩৮টি হল থেকে প্রথম দিনেই পূর্ব ঘোষণা ছাড়া ছবিটি নামিয়ে দেওয়া হয়।   এখন বিকল্প উপায়ে ছবিটি বিভিন্ন জেলা শহরে দেখানো হচ্ছে।

মাসুম রেজার কাহিনীতে ‘বাপজানের বায়োস্কোপ’ পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময় প্রমুখ। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ খ্যাতি অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।