প্রায় আট থেকে দশ বছর আগের কথা। কিসলুর নির্দেশনায় মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন সাজু খাদেম।
বিজলী ক্যাবলসের এ বিজ্ঞাপনে ইলেক্ট্রিশিয়ান চরিত্রে দেখা সাজুকে। লোকটা ম্যাজিশিয়ানের মতো বৈদ্যুতিক নানান সমস্যার সমাধান করে বেড়ান। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
জানা গেছে, এ সিরিজের আটটি বিজ্ঞাপন তৈরি হবে। প্রথমটিতে থাকছে বিয়েবাড়ির গল্প। এতে আরও অভিনয় করেছেন রেবেকা, এবি রোকন ও শৈলী। শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে এটি।
পরের প্রতিটি বিজ্ঞাপনেও ইলেক্ট্রিশিয়ান হিসেবে থাকবেন সাজু খাদেম। এতো বছর বিজ্ঞাপন বিমুখ হয়ে থাকা প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বললেন, ‘খুব আগ্রহ যে ছিলো তা বলবো না। তাছাড়া অতো বেশি প্রস্তাবও পাইনি। আর যেসব প্রস্তাব পেয়েছি সেগুলো আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তবে বিজলী ক্যাবলসের বিজ্ঞাপনটির ভাবনা ভালো লেগেছে। ’
* সাজু খাদেমের মঞ্চে হৃদি হকের নির্দেশনা
* মীরাক্কেলকে ছাড়িয়ে যাবে!
* সাজু খাদেম এলে সবাই বোবা হয়ে যায়!
* ‘কে? কে ওখানে?’
* ভালো রানীদেরকে খুঁজে আনবো আগে!
* বিখ্যাত চরিত্রদের আনছেন সাজু খাদেম
* বাংলা ছবির গানে সাজু খাদেম ও তিশার নাচ
* দেড় ডজন তারকার শুভকামনা
বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেএইচ