‘বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ধারাবাহিক নাটকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রিয় মানুষ জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান ভাইয়ের কাছে কৃতজ্ঞ রইলাম’- ফেসবুকে এভাবেই ভালো লাগার কথা জানিয়েছেন উপমহাদেশের গুণী কণ্ঠশিল্পী সমরজিৎ রায়।
‘ঝামেলা আনলিমিটেড’ নামে ধারাবাহিক নাটক তৈরি করেছেন শামীম জামান।
১০ বছর ধরে সমরজিৎ রায় ভারতের দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে সংগীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে ভারতে প্রকাশিত হয় তার প্রথম একক হিন্দি অ্যালবাম ‘তেরা তসব্বুর’। ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ড (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) আসরে সেরা জনপ্রিয় মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পায় সেটি।
এরপর শিল্পী অনুপ জালোটার সঙ্গে দ্বৈত বাংলা গানের অ্যালবাম ‘অচেনা একটা দিন’ বের করেন সমরজিৎ। তারপর বাজারে এসেছে সমরজিতের একক বাংলা গানের অ্যালবাম ‘এক চিলতে রোদ’। সবশেষ বের হয়ে ‘প্রতিধ্বনি’ নামে আরেকটি হিন্দি একক।
গত বছরের নভেম্বরে চট্টগ্রামে বাংলানিউজের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন সমরজিৎ।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসও/জেএইচ