ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার ঢাকায় আসছেন ফারহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আবার ঢাকায় আসছেন ফারহান ফারহান আখতার

২০১৪ সালের ২ মার্চ এশিয়া কাপের খেলা দেখতে ঢাকায় এসেছিলেন বলিউড তারকা ফারহান আখতার। ওইদিন মিরপুর স্টেডিয়ামে বসে দেখেছেন ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা।

পরদিন মুম্বাইয়ে ফিরে যান ফারহান।

আবার বাংলাদেশে আসছেন ফারহান। এবার নিজে থেকে নয়, তাকে নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বাংলানিউজকে জানান, আগামী ৩১ মার্চ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে ‘ফারহান লাইভ’।

এ আয়োজনে সংগীত পরিবেশনের পাশাপাশি আবৃত্তিও করবেন ফারহান। ৩১ মার্চ সকালে ২০ সদস্যের একটি দল নিয়ে আসবেন ৪২ বছর বয়সী এই তারকা। বাণিজ্যিক অনুষ্ঠানটির টিকিট বিক্রির খবর আগামী ৮-৯ মার্চে জানান দেবে ব্লুজ কমিউনিকেশন।


ফারহান আখতার একাধারে গায়ক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক। এখন অভিনয়েই বেশি সময় কাটে তার। তার অভিনয়জীবন শুরু হয় রক অন (২০০৮) দিয়ে। এই ছবিতে তিনি গানও গেয়েছেন। সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে এটি জেতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন তৈরি হচ্ছে এর দ্বিতীয় কিস্তি ‘রক অন টু’। এবারও থাকছে তার অভিনয় আর গান। ‘ভাগ মিলখা ভাগ’-এ দৌড়বিদ মিলখা সিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্যও অনেক পুরস্কার পেয়েছেন তিনি। ‘দিল চাহতা হ্যায়’ (২০০১) ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় ফারহানের। সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে এটি জেতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচকদের দৃষ্টি সেরা ছবি ও সেরা চিত্রনাট্য বিভাগে সেরা হয় এটি। সামনে পরিচালনা করবেন ‘ডন থ্রি’। এ সিরিজের আগের দুটি ছবিও বানিয়েছেন তিনি।

ফারহান হলেন ভারতের খ্যাতিমান গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতারের পুত্র। তার মা একসময়ের অভিনেত্রী হানি ইরানি। ফারহানের বোন জোয়া আখতারও চলচ্চিত্র পরিচালক। বোনের পরিচালনায় ‘লাক বাই চান্স’ (২০০৯), ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১) ও ‘দিল ধাড়াকনে দো’ (২০১৫) ছবিতে অভিনয় করেন তিনি।

সম্প্রতি প্রাক্তন স্ত্রী হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানির সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনে খবরের শিরোনাম হন ফারহান। তাদের দুই সন্তান শাকিয়া ও আকিরা।

বাংলাদেশ সময় : ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।