ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেয়ের সঙ্গে দিতির গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মেয়ের সঙ্গে দিতির গান (ভিডিও) লামিয়া ও দিতি

সুঅভিনেত্রী দিতির আরেকটি পরিচয় তিনি গাইতে পারেন। ২০১১ সালে ‘ফিরে যেন আসি’ নামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি।

এতে ‘মাগো তুমি বিনে’ শিরোনামের একটি গান ছিলো। এটাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।

শহীদুল্লাহ ফরায়জীর কথা এবং পল্লব স্যান্যালের সুর ও সংগীতায়োজনে গানটিতে দিতির সঙ্গে কণ্ঠ দেন লামিয়া। ফেসবুকে এক স্ট্যাটাসে গানটির এমন কিছু নেপথ্যের গল্প বলেছেন তিনি। দিতির পারিবারিক ছবি জুড়ে কোনো এক শুভকাঙ্ক্ষী গানটির ভিডিও তৈরি করে গত ডিসেম্বরে ইউটিউবে প্রকাশ করে।

লামিয়া জানান, ছোটবেলা থেকে পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে উঠেছেন তিনি। এ কারণে এমন গানে কণ্ঠ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তার মনে হয়েছিলো এটা তার স্টাইল নয়।

এ প্রসঙ্গে লামিয়া লিখেছেন, ‘কখনও বন্ধুদেরকে গানটি গাওয়ার কথা জানাইনি। এটা আমার কাছে কেমনযেন লাগছিলো! অতীতের কোনো অপ্রিয় সত্য কখনো কখনো দারুণ অর্থ নিয়ে আসে। মা, এখন আমার মনে হয় এরকম আরও ১০০ দ্বৈত গান যদি তোমার সঙ্গে গাইতে পারতাম। ’

১৯৯৫ সালে অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে বাজারে আসে দিতির প্রথম একক অ্যালবাম ‘তোমার ও চোখে’। দ্বিতীয় অ্যালবাম প্রকাশ হওয়ার আগে একাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন গুণী এই শিল্পী।

গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পারভীন সুলতানা দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। এদিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় দিতিকে। বেশকিছু দিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এখন তিনি চিকিৎসাধীন আছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। মাকে নিয়ে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন দিতির মেয়ে লামিয়া ও দীপ্ত।  

* ‘মাগো তুমি বিনে’ : 


বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসও/জেএইচ

* অাপাতত দেশে ফিরছেন না দিতি
* এক মাস কাউকে চিনতে পারছিলেন না দিতি!
* দিতির মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন
* ফের চেন্নাই যাচ্ছেন দিতি
* দিতির শারীরিক অবস্থার অবনতি
* হাসপাতাল ছেড়ে নতুন বাসায় দিতি
* দিতি সুস্থ, দেশে ফিরবেন শিগগিরই
* সুস্থ হয়ে উঠছেন দিতি
* দিতির সফল অস্ত্রোপচার
* হাসপাতাল থেকে দিতির বার্তা

* দিতির জন্য শুভকামনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।