সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিভিন্ন পেশার মানুষের মধ্যে গত বছরের সবচেয়ে প্রভাবশালী বলিউড অভিনেতা ও অভিনেত্রী তালিকায় শীর্ষস্থান দখল করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টাইমস অব ইন্ডিয়া ও টুইটার যৌথভাবে এ ঘোষণা করেছে।
এবারই প্রথম এই তালিকা তৈরি হলো। নিজ নিজ অনুসারীদের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কেমন প্রভাব আছে তা নির্ধারণত করতে ব্যবহার করা হয়েছে বিশ্বমানের ডাটা টুলস। টাইমস টুইটার ইম্প্যাক্ট লিস্টে ব্যক্তিত্ব ও মিডিয়া ব্র্যান্ডের ২২টি শাখা রয়েছে। যেমন বলিউড, সংগীত, খবর, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা, টেলিভিশন প্রভৃতি।
বলিউডের অভিনেতাদের মধ্যে তালিকায় শীর্ষ দশে শাহরুখের পরে আছেন যথাক্রমে সালমান খান, অমিতাভ বচ্চন, অনুপম খের, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমার, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রা, শহীদ কাপুর ও অর্জুন কাপুর।
এদিকে অভিনেত্রীদের মধ্যে তালিকায় শীর্ষ দশে প্রিয়াঙ্কার পরে আছেন যথাক্রমে আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুর, সোনম কাপুর, পরিণীতি চোপড়া, প্রীতি জিনতা, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজ ও দীপিকা পাড়ুকোন।
সাধারণত টুইটার ব্যবহারকারীদের অনুসারীদের সংখ্যার ওপর ভিত্তি করে র্যাংকিং হয়ে থাকে। তবে ভুরি ভুরি অনুসারী থাকলেই একজন ব্যক্তির প্রভাবের সত্যিকারের প্রতিফলন ঘটে না। রিটুইট, লাইক ও রিপ্লাইয়ের ওপর তা নির্ভর করে। যতো বেশি অনুসারী ততো জনপ্রিয়তা হতে পারে একজন তারকার, কিন্তু এটাই প্রভাবিত করার মাত্রা নয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ