১৮ বছরের পুরনো চেক বাউন্স মামলা থেকে রেহাই পেলেন ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাই আদালতে এই রায় দেওয়া হয়।
১৯৯৮ সালে কলকাতার জিকে এক্সিম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন দিলীপ কুমার। প্রতিষ্ঠানটি সেই সময় ভারতের বিভিন্ন ঋণদাতার কাছ থেকে ১০০ কোটি রুপি ধার নিয়েছিলো। ওই ঋণ পরিশোধের জন্য তারা চেক দেন।
কিন্তু ঋণদাতাদেরকে দেওয়া প্রতিষ্ঠানটির একাধিক চেক বাউন্স হয়। এ কারণে এর সঙ্গে যুক্ত উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়। চেয়ারম্যান হওয়ায় বাদ পড়েননি দিলীপ কুমার।
এদিকে দিলীপ কুমারের জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী সায়রা বানু। টুইটারে ৭৩ বছর বয়সী এই অভিনেত্রী জানান, স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ