অপেক্ষার পালা শেষ। পাঁচ বছর সাজা ভোগ করার পর পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে মুক্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত। ১৯৯৬ সালে কারাদন্ড দেওয়া হয় তাকে। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে দেড় বছর জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তাকে পাঁচ বছরের সাজা পূর্ণ করার আদেশ দেন। এরপর থেকে ৪২ মাসের সাজা ভোগ করেন তিনি।
বিস্তারিত আসছে....