বাংলাদেশ মহিলা সমিতির পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সব কাজ সম্পন্ন হয়েছে। আধুনিকায়নের মধ্য দিয়ে এখন নাটক মঞ্চায়নের জন্য প্রস্তুত মহিলা সমিতি মিলনায়তন।
উদ্বোধনের পরদিন ২৮ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ শীর্ষক স্লোগান নিয়ে মাসব্যাপী ভাঙ্গা-গড়া নাট্যোৎসব। এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মহিলা সমিতি ড. নীলিমা ইব্রাহিম মঞ্চে এর উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, সারা যাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ ও সাধারণ সম্পাদক তানিয়া বাখ্ত। স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করবেন উৎসবের সদস্য সচিব আহম্মেদ গিয়াস।
২০১১ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে ভাঙ্গা-গড়া নাট্যোৎসবের মধ্য দিয়ে মহিলা সমিতি মিলনায়তনটি আধুনিকায়নের উদ্দেশ্যে ভাঙা হয়। তখন ঘোষণা করা হয়েছিলো, মঞ্চটির নির্মাণ কাজ শেষ হলে পুনরায় ভাঙ্গা-গড়া নাট্যোৎসবের মধ্য দিয়ে এখানে নিয়মিত নাট্যচর্চা শুরু হবে।
ফেডারেশানের নেতারা বলেন, ‘বাংলাদেশ মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের শুরুর ইতিহাসটা আমাদের জন্য গৌরবের। ১৯৭৩ সালে নিয়মিত নাট্যচর্চার উদ্দেশ্যে এই মঞ্চে নাট্যশিল্পীরা আলো জ্বেলেছিলো। মহিলা সমিতি এখন আধুনিকায়ন হয়েছে। এ সময়ে এসে আমরা সেই ঐতিহাসিক স্বর্ণালি সময়ের হাত ধরে ভবিষ্যতের সময়কে নাটকের মাধ্যমে আরও গৌরবদীপ্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। ’
বাংলাদেশ সময় : ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জেএইচ