ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘নির্জা’র ভক্ত মালালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
‘নির্জা’র ভক্ত মালালা

দু’জনই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। একজন প্রাণে বাঁচেননি।

অন্যজন মরতে মরতে বেঁচে গেছেন। সাহসিকতার পরিচয় দিয়ে নিহত হয়েছেন ভারতীয় বিমানবালা নির্জা ভানোত। আর নারী শিক্ষা আন্দোলনে শামিল হওয়ায় তালিবানদের বুলেট স্তব্ধ করতে চেয়েছিলো মালালা ইউসুফজাইয়ের কণ্ঠ, কিন্তু পারেনি। কাকতালীয় হলো, দুটি ঘটনাই ঘটেছিলো পাকিস্তানে!

দু’জনকে নিয়েই ছবি হয়েছে। মালালাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হি নেমড মি মালালা’ মুক্তি পেয়েছে গত বছর। আর বলিউডের ‘নির্জা’ ছবিটি প্রেক্ষাগৃহে এসেছে ক’দিন আগে। ভারতের সবচেয়ে কম বয়সে অশোকচক্র পুরস্কার পাওয়া নির্জার জীবনের কাহিনি পর্দায় দেখলেন মালালা।

নির্জার সাহসিকতার সুবাদে ১৯৮৩ সালে পাকিস্তানের করাচিতে ছিনতাই হওয়া প্যান অ্যাম উড়োজাহাজের ৩৫৯ জন যাত্রী বেঁচে যায়। ২৩ বছর বয়সী এই তরুণী তিনটি শিশুকে বুলেটের বর্ষণ থেকে বাঁচাতে গিয়ে নিহত হন। ছবিটিতে তুলে ধরা হয়েছে ভয়ই নির্জাকে সাহস জুগিয়েছিলো। অন্যদিকে মালালার বিখ্যাত উদ্ধৃতি হলো, ‘ভয়ের চেয়েও আমি শক্তিশালী। ’

‘নির্জা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। ইনস্টাগ্রামে নিজের ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা নোবেল পুরস্কার জয়ী মালালার ছবি শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। লন্ডনে বিশেষ প্রদর্শনীর সময় এটি তোলা। সোনম ক্যাপশনে লিখেছেন, ‘মালালা তোমাকে ধন্যবাদ। ছবিটি তোমার ভালো লেগেছে বলে আমি আনন্দিত। ’

ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রাম মাধবানি পরিচালিত ‘নির্জায়’ আরও অভিনয় করেছেন শাবানা আজমি ও শেখর রবজিয়ানি। মহারাষ্ট্রে ছবিটির ওপর থেকে কর মওকুফ করা হয়েছে।

এর আগেও বলিউডের ছবির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মালালা। শাহরুখ খান তার প্রিয় তারকা।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।