জেলে কয়েদি হিসেবে কাজ করে যা উপার্জন করেছিলেন, বেশিরভাগই খরচ হয়ে গেছে সঞ্জয় দত্তের। পাঁচ বছরের সাজা শেষ করে বলিউডের এই অভিনেতা বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ঘরে ফিরেছেন ৪৪০ রুপি নিয়ে।
পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে উড়োজাহাজে মুম্বাই ফিরে মায়ের কবরে প্রার্থনা করেন সঞ্জয়। এরপর পালি হিলে ইমপেরিয়াল হাইটসে সংবাদ সম্মেলনে হাজির হন। এখানে উপার্জন করা অর্থের কথা জানিয়ে ৫৬ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি জেলে বসে যে ৪৪০ রুপি রোজগার করেছি, তা ভালো স্বামীর মতো স্ত্রীর হাতে তুলে দিয়েছি। ’ যোগ করেছেন এই বলে, ‘মান্যতা আমার বেটারহাফ নয়, বেস্টহাফ। আমি মাঝে মধ্যে আশা ছেড়ে দিলেও শক্ত পিলার হয়ে আমার পাশে থাকতো ও। আমি পড়ে গেলে আমাকে ধরে ওঠাতো। ’
স্ত্রীর প্রশংসা করে সঞ্জয় বলেছেন, ‘আমার চেয়েও বেশি কষ্ট করেছে মান্যতা। দুই সন্তানকে লালন-পালন করা, প্রতিটি বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া- এমন অনেক দিক সামলাতে হয়েছে তাকে। আমি জেলে বসে রুটি, ডাল, সবজি পেয়ে যেতাম। কিন্তু ওকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ওর মতো জীবনসঙ্গী আমার জন্য আশীর্বাদ। ’
* সঞ্জয় দত্তের সংবাদ সম্মেলনের ভিডিও :
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ