বলিউডের প্রয়াত সুপারস্টার রাজেশ খান্নার সাগরমুখী বাংলো আশীর্বাদ ভেঙে ফেলা হচ্ছে। মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে ৬০৩ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত বাড়িটি ভাঙার কাজ চলছে দুই সপ্তাহ ধরে।
২০১৪ সালের ২৯ আগস্ট রাজেশ খান্নার পরিবারের সদস্যরা ৯০ কোটি রুপিতে এটি বিক্রি করে দেন অল কার্গো লজিস্টিকসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শশী কিরণ শেঠি। পরিবার নিয়ে থাকতে বাড়িটি চার তলা করছেন তিনি। ৫০ বছরের পুরনো বাড়ি সংস্কার না করে থাকার ঝুঁকি নিতে চান না তারা।
২০১২ সালে মারা যান রাজেশ খান্না। সহকর্মী ও ভক্তদের কাছে ‘কাকা’ নামে পরিচিত ছিলেন তিনি। ১৯৭০ সালে আরেক তারকা রাজেন্দ্র কুমারের কাছ থেকে সাড়ে তিন লাখ রুপির বিনিময়ে বাংলোটি কিনেছিলেন তিনি। মৃত্যুর আগে তার ইচ্ছা ছিলো, আশীর্বাদ হয়ে উঠুক জাদুঘর। কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হলো না।
* রাজেশ খান্নার ‘আশীর্বাদ’ ভেঙে বহুতল ভবন
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ