দেশীয় পপ সংগীতের পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত আজম খানকে ঘিরে ছোট্ট অথচ অর্থবহুল একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন গুরু।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কেটে যাচ্ছে আজম খানের জন্মদিন। পারিবারিকভাবে স্মরণ করা হলেও সংগীতাঙ্গন কিংবা টেলিভিশন চ্যানেলে তাকে ঘিরে কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। তবে অন্তর্জাল দুনিয়ায় অনেকেই শ্রদ্ধাভরে স্মরণ করেছেন মুক্তিযোদ্ধা ও গায়ক আজম খানকে।
দূরারোগ্য ক্যান্সার ব্যাধির কাছে হেরে ২০১১ সালের ৫ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজম খান। প্রতি বছর তার মৃত্যুদিনে নানা আয়োজন লক্ষ্য করা যায়।
গুরুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ফেসবুকে তিনি আজম খানের সঙ্গে গাওয়া একটি গানও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। পরে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘...বাংলাদেশের তারুণ্যের চির অহঙ্কার আজম ভাইয়ের জন্মদিনে লক্ষ কোটি শ্রদ্ধাঞ্জলি। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলা সংগীতের গুরু আজম খান তার কোটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। তিনি আমাদের যা দিয়েছেন, যা শিখিয়েছেন- সেগুলো ধ্যানে কর্মে ধারন করবে প্রজন্মের পর প্রজন্ম। মহাপ্রয়াণের আগে-পরে পত্রিকা টিভির দৌড়ঝাঁপ দেখেছি, দেখেছি অনেক মায়াকান্না । আজ গুরুর জন্মদিনে তাদের কাগজ এবং ফুটেজের অভাব দেখা দিয়েছে। অভিশপ্ত এই মিডিয়াকে আজম ভাই কখনোই গুরুত্ব দিতেন না। ...’
এদিকে আজম খানকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন গীতিকার শেখ রানা। তারই অংশবিশেষ- “…অনেকদিন পর কবির সুমনের একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম। ‘আপনাকে সবাই গুরু বলে, কেমন লাগে শুনতে?’ সুমনের প্রশ্ন শুনে সলজ্জ কণ্ঠে এক প্রকার উড়িয়ে দিলেন এইসব। ‘আরেহ, আমাদের উচ্চারণের এক গিটারিস্ট আমাকে গুরু ডাকতো, ওর দেখাদেখি সবাই একসময় গুরু ডাকা শুরু করলো। আমি বলি গুরু আবার কি! আজম ভাই বলো। আমার কথা শোনে না। কি আর করা!’-গুরুর উত্তর। এতো সহজ আর সুন্দর একটা মানুষ যে বাংলা ব্যান্ডের গুরু- এটা আসলে বাংলা গানের জন্যই একটা আশীর্বাদ, পরম আশীর্বাদ। সহজিয়া মানুষ এর জন্মদিনে শ্রদ্ধা আর সালাম। ’
* আজম খানের গান ‘বাংলাদেশ’:
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসও/জেএইচ