‘ঢাকা থেকে কলকাতায় এলাম, দেখি কেমন চলে’- ফেসবুকে কিছুক্ষণ আগে এই স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নিজের অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি ওপার বাংলার ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
উত্তরটা আছে শুভর স্ট্যাটাসেই- ‘সব মিলিয়ে ১০ জন দর্শক ছবিটি দেখছেন। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না! তারা যদি প্রচারণা না করতে চান, তাহলে এটা দেখাচ্ছেন কেনো? কেনো?’
বোঝা যাচ্ছে, শুভ বেশ নাখোশ। কলকাতার ইন্দিরা হলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে পোস্ট করে আশার কথাও শোনালেন তিনি- ‘যে দশজন দেখছিলেন, তাদের কাছে ব্যাপক উপভোগ্য লেগেছে ছবিটি। এটা কম কীসে!’
সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা’র আওতায় ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ছুঁয়ে দিলে মন’। কলকাতায় এর পরিবেশনার দায়িত্বে আছে পিয়ালি ফিল্মস।
২০১৫ সালের ১০ এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভ ও মম জুটির প্রথম ছবিটি। এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িংয়ের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, আলীরাজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসও/জেএইচ