অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা পার্শ্ব অভিনেতা হলেন মার্ক রাইল্যান্স। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ব্রিজ অব স্পাইস’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।
অস্কারের আগে বাফটায় সেরা হন রাইল্যান্স। ৫৬ বছর বয়সী এই মার্কিন অভিনেতা এবারই প্রথম অস্কার পেলেন। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে ‘ব্রিজ অব স্পাইস’-এ সোভিয়েত গোয়েন্দা কর্মকর্তা রুডলফ আবেল চরিত্রে দারুণ অভিনয় করেছেন। ১৯৫৭ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে এফবিআই তাকে গ্রেফতার করলে ছদ্মনাম ব্যবহার করেন তিনি।
সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রাইল্যান্সের পাশাপাশি এবার মনোনয়ন পান ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট), টম হার্ডি (দ্য রেভেন্যান্ট), মার্ক রাফালো (স্পটলাইট) ও সিলভেস্টার স্ট্যালোন (ক্রিড)। কে যে পুরস্কারটি পাবেন তা অনুমান করা যায়নি একেবারেই। তবুও ফেভারিট ছিলেন স্ট্যালোন।
রাইল্যান্সের নাম শুনে সংবাদকর্মীরা হা হয়ে গিয়েছিলেন! তিনি নিজেও হতবাক হয়েছেন। তার কথায়, ‘আমার পাশাপাশি যারা মনোনয়নের আমি নিজেকে তাদের মুখপাত্রের চেয়ে বেশি কিছু মনে করছি না। তাছাড়া ইড্রিস অ্যালবা আর পল ড্যানোর মতো ভালো মানের অভিনেতারা জায়গা পাননি। মনোনয়ন পেতে পারতেন তারাও। তাই পুরস্কার পাবো এমনটা মনে হয়নি। ’
সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর
বাংলাদেশ সময় : ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ