অস্কারে টানা দ্বিতীয়বারের মতো সেরা পরিচালকের পুরস্কার পেলেন মেক্সিকোর নির্মাতা আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু। এবার তার হাতে এই সম্মান এনে দিয়েছে 'দ্য রেভেন্যান্ট'।
ইনারিতু যা বানান তা-ই বিখ্যাত হয়ে যায়। অস্কার জিতে আরেকবার তা প্রমাণ করলেন তিনি। অস্কারের ইতিহাসে ৬০ বছর পর একই পরিচালক টানা দু’বার পুরস্কারজয়ের নজির সৃষ্টি করলেন।
এ নিয়ে চারটি অস্কার পুরস্কার পেলেন ইনারিতু। গত বছর 'বার্ডম্যান' ছবির সুবাদে অস্কারে সেরা পরিচালক হওয়ার পাশাপাশি মৌলিক চিত্রনাট্যকার আর এটি সেরা ছবি হওয়ায় প্রযোজক হিসেবেও ট্রফি পান তিনি। তার এবারের ছবি তৈরি হয়েছে সতেরো শতকের অ্যাডভেঞ্চারধর্মী কাহিনী নিয়ে মাইকেল পুনকের ‘দ্য রেভেন্যান্ট : এ নোবেল অব রিভেঞ্জ’ উপন্যাস অবলম্বনে।
যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য মানুষ সংগ্রাম করে যায়, এটাই মানুষের প্রকৃতিগত। ছবিটির মূল বক্তব্য এমনই। এতে কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্লাস চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। এ ছাড়াও আছেন টম হার্ডি, উইল পুল্টারসহ অনেকে।
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর
বাংলাদেশ সময় : ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ