জেমস বন্ড ছবির গান গাওয়ার জন্য অ্যাডেলের পর এবার অস্কার জিতলেন স্যাম স্মিথ। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা মৌলিক গান হয়েছে তার গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন ক্রিস রক। এরপরই ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানটি পরিবেশন করেন স্যাম স্মিথ।
জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি 'স্কাইফল'-এর শিরোনাম-সংগীত গাওয়ার জন্য ২০১৩ সালে অস্কার জেতেন অ্যাডেল। বন্ডের খাতায় অস্কারের সংখ্যাটা স্যাম স্মিথ বাড়িয়ে দিলেন আরেকটু।
এবারের অস্কারে সেরা মৌলিক গান বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলো লেডি গাগার ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ (দ্য হান্টিং গ্রাউন্ড), দ্য উইকেন্ডের ‘আর্নড ইট’ (ফিফটি শেডস অব গ্রে), ‘মান্টা রে’ (রেসিং এক্সটিংশন), ‘সিম্পল সং#থ্রি’ (ইয়ুথ)।
বাংলাদেশ সময় সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা ক্রিস রক। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।
* স্যাম স্মিথের গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানের ভিডিও :
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর
বাংলাদেশ সময় : ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ