বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যৌন নির্যাতনের শিকার নারীদের সম্মানে গান গাইলেন লেডি গাগা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে তার এই পরিবেশনা প্রশংসিত হয়েছে।
মার্কিন এই গায়িকার হৃদয়ছোঁয়া গানের সুবাদে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটার বাংলাদেশ সময় সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে অস্কার অনুষ্ঠান হয়ে ওঠে আবেগময়। তাকে মিলনায়তনে উপস্থিতি সবাই দাঁড়িয়ে অভিবাদন জানান।
লেডি গাগাকে ‘সাহসী’ বর্ণনা করে অস্কার মঞ্চে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর নিয়ে তিনি হাজির হন এ আয়োজনে। অনলাইনে তার সঙ্গে যুক্ত হয়ে যৌন নির্যাতনের বিরুদ্ধে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে শিল্পী ও দর্শকদের প্রতি আহ্বান জানান বিডেন।
সম্প্রতি গাগা জানান, তারুণ্যে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে পিয়ানো বাজিয়ে ২৯ বছর বয়সী এই মার্কিন গায়িকা পরিবেশন করেন অস্কার মনোনীত গান ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’। এটি রয়েছে ‘দ্য হান্টিং গ্রাউন্ড’ প্রামাণচিত্রে। ক্যাম্পাসে ধর্ষণ বিষয়কে ঘিরেই তৈরি হয়েছে ছবিটি।
সংগীত পরিবেশনের সময় আবেগপ্রবণ হয়ে দু’হাত প্রসারিত করে ফেলেন গাগা। গানের শেষ প্রান্তে একডজন তরুণী ও এক তরুণ মঞ্চে এসে মার্কিন এই পপতারকার সঙ্গে হাতে হাত মিলিয়ে সংহতি প্রকাশ করেন। প্রত্যেকের হাতে ছিলো ‘আনব্রেকেবল’ ও ‘নট অ্যাট অল ইউর ফল্ট’ লেখা স্লোগান।
গত কয়েক বছরে কলেজ ক্যাম্পাসে অসংখ্য তরুণ-তরুণী যৌন নির্যাতনের শিকার হয়েছে আমেরিকা জুড়ে। বিডেনের আশা, ‘আমরা অবশ্যই এই ন্যাক্কারজনক সংস্কৃতি বদলাতে পারবো। ’
বাংলাদেশ সময় : ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ