যুক্তরাষ্ট্রে বোস্টনের ম্যাসাচুয়েটসে শিশুদের ওপর গির্জার ক্যাথলিক পুরোহিতের যৌন নির্যাতনের ঘটনা অনুসন্ধান করে দ্য বোস্টন গ্লোব পত্রিকার স্পটলাইট টিম দলের প্রতিবেদকরা। ২০০৩ সালে নিজেদের এ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিৎজার পুরস্কার জেতেন তারা।
মার্কিন নির্মাতা টম ম্যাককার্থি পরিচালিত সাংবাদিকতা বিষয়ক ছবিটি নামের মতোই শুরু থেকে ছিলো স্পটলাইটে! সত্যিকারের স্পটলাইট টিমের ধারাবাহিক গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভোটাররা ওপেন রোড ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাওয়া ‘স্পটলাইট’-এ মুগ্ধ হয়েছেন বেশি। সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও গেছে এর ঘরে। ছবিটির প্রযোজক মাইকেল সুগার বলেছেন, ‘নির্যাতিতদেরকে এ ছবি ভাষা দিয়েছে। এই অস্কার সেই ভাষাকে সম্প্রসারিত করলো। সবার সম্মিলিত কণ্ঠস্বর একদিন ভ্যাটিকানকে নাড়িয়ে দেবে আশা করি। ’
বাংলাদেশ সময় সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসর। সামনের সারির বিভাগগুলোতে এবার এককভাবে কোনো ছবি রাজত্ব করতে পারেনি। ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য সেরা পরিচালক হয়েছে আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু। এ নিয়ে টানা দ্বিতীয়বার অস্কারে পুরস্কারটি পেলেন মেক্সিকান এই নির্মাতা। অস্কারে ৬০ বছর পর এমন ঘটনা ঘটলো।
ইনারিতুর ছবিটি সর্বাধিক ১২টি মনোনয়ন পেয়েছিলো। এতে কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্লাস চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে জীবনের প্রথম অস্কার জিতেছেন হলিউড সুপারস্টার লিওনার্ডো ডিক্যাপ্রিও। ‘রুম’ ছবিতে অপহৃত মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ব্রি লারসন।
সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ‘ক্রিড’ তারকা সিলভেস্টার স্ট্যালোনকে হতাশ করে পুরস্কার বাগিয়ে নিয়েছেন মার্ক রাইল্যান্স। ‘ব্রিজ অব স্পাইস’-এর জন্য তার জয়টা ছিলো অন্যতম চমক। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে হলিউডের অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ভিডিও বার্তায় বলেছেন, ‘যা হয়েছে ব্যাপার না। মনে রেখো, আমার কাছে তুমিই সেরা, তুমিই বিজয়ী। তোমাকে নিয়ে গর্ব হয়। ’
বৃহন্নলা বিষয়ক ছবি ‘দ্য ডেনিশ গার্ল’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিক্যান্ডার। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে প্রয়াত ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের ওপর নির্মিত ‘অ্যামি’।
লেডি গাগার গাওয়া যৌন নির্যাতন সচেতনতা বিষয়ক গানকে (টিল ইট হ্যাপেনস টু ইউ) হটিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছেন ব্রিটিশ গায়ক স্যাম স্মিথ। জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর ‘রাইটিংস অন দ্য ওয়াল’ তাকে এই সম্মান এনে দিয়েছে। স্যাম স্মিথের মতো প্রথমবার অস্কার জিতেছেন ৮৭ বছর বয়সী প্রবীণ সুরকার এনিও মোরিকন (দ্য হেইটফুল এইট)।
সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। তবে সবই কারিগরি শাখায়। এর মধ্যে আছে পোশাক পরিকল্পনা, শিল্প নির্দেশনা, রূপসজ্জা ও চুলসজ্জা, চলচ্চিত্র সম্পাদনা, শব্দ সম্পাদনা ও শব্দ মিশ্রণ। সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে লাজলো নেমেস পরিচালিত হাঙ্গেরির ‘সান অব সাউল’।
এদিকে টানা দ্বিতীয় বছরের মতো মনোনয়ন তালিকায় কৃষ্ণাঙ্গরা উপেক্ষিত থাকায় পুরো অনুষ্ঠান জুড়ে খোঁচা দেওয়া হয়েছে হলিউডকে। উপস্থাপক কৃষ্ণাঙ্গ কমেডিয়ান ক্রিস রক তো রসিকতার সুরে বলে ফেলেন তিনি না থাকলে এটা হয়ে উঠতো হোয়াইট পিপল’স চয়েস অ্যাওয়ার্ডস!
* এবারের অস্কার বিজয়ীদের তালিকা
* অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও
* অস্কারে সেরা ছবি ‘স্পটলাইট’
* অস্কারে সেরা অভিনেত্রী ব্রি লারসন
* আবার ইনারিতু সেরা
* হ্যাটট্রিক করলেন লুবেজকি
* অস্কারে সেরা গান স্যাম স্মিথের
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী
* অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা
* আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা ও রাগই সেরা!
* অস্কার গেলো হাঙ্গেরিতে
* অস্কার জিতলো পাকিস্তানি মেয়েদের হত্যার ছবি
* অস্কারের লালগালিচায় নক্ষত্র মেলা
* চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!
* শুরু হলো অস্কারের জাঁকালো আসর
বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেএইচ