ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক উৎসব

২০০২ সাল থেকে জাতীয় পথনাটক উৎসবের আয়োজন করে আসছে বাংলাদেশ পথনাটক পরিষদ। তাদের আয়োজনে মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০১৬’।

এবারের স্লোগান ‘মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতকারীদের ক্ষমা নাই/ষড়যন্ত্রকারীদের বিচার চাই’।

জানা গেছে, বিকেল ৫টায় উৎসব উদ্বোধন করবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ গণসঙ্গীত পরিষদের সভাপতি ফকির আলমগীর, সাংবাদিক-কলামিস্ট আবু সাঈদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ ও পথনাটক পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ গিয়াস।

কেন্দ্রীয় শহীদ মিনারেই উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। এতে বাংলাদেশ পথনাটক পরিষদভুক্ত সারাদেশের ৫০টি নাট্যদল অংশ নেবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে ৬-৭টি করে নাটকের প্রদর্শনী হবে।

বাংলাদেশ সময় : ১১৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।