ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোটকাকু এবার কমিকসে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ছোটকাকু এবার কমিকসে

বিশ্বসাহিত্যে অনেক সুপারহিরো আছে। এসব চরিত্র বিশ্বব্যাপী শিশু-কিশোরদের অনেক পছন্দের।

তেমনি একটি চরিত্র শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু। এ চরিত্র নিয়ে লেখা বই ও নাটক প্রশংসিত হয়েছে।

একথা মাথায় রেখে ছোটকাকুকে এবার আনা হলো কমিকসে। ছোটকাকু সিরিজ অবলম্বনে রঙিন বর্ণাঢ্য কমিকস প্রকাশিথ হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন, ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান।

ঢাকা কমিকস ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে কমিকসটির সার্বিক তত্ত্বাবধানে আছেন শিপলু রহমান খান। ছোটকাকু কমিকস গ্রন্থের ছবি এঁকেছেন মেহেদী। বইটি ঢাকাসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।