সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিকের মন বেশ ফুরফুরে। কিছুদিন ধরে ‘মায়াবিনী’ নামের একটি ছবির টানা দৃশ্যধারণে অংশ নিচ্ছেন তিনি।
সাইমন জানান, অনেকদিন পর ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তথাকথিত নায়ক নয়, এখানে তুখোড় অভিনেতা হিসেবেই দেখা যাবে তাকে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে সাইমন বাংলানিউজকে বলেন, ‘কয়েকদিন আগে করা শুটিংয়ের ফুটেজ দেখেছি সম্পাদনার টেবিলে। সত্যি বলতে আমার মন ভরে গেছে। প্রথমবারের মতো ভৌতিক গল্পের ছবিতে কাজ করছি। সোমবার (২৯ ফেব্রুয়ারি) শুটিং ছিলো এফডিসিতে। চরিত্রের প্রয়োজনে এদিন তিন ঘন্টায় ১২বার গেটআপ পাল্টেছি। ’
আকাশ আচার্য্য পরিচালিত ‘মায়াবিনী’তে চারটি ভূমিকায় পর্দায় হাজির হবেন সাইমন। এগুলো হলো হিজড়া, হাবাগোবা তরুণ, মধ্যবয়স্ক ও বুড়ো। গল্পে দেখা যাবে- অপঘাতে একজন হিজড়ার মৃত্যু ঘটে। এরপর তার অতৃপ্ত আত্মা ভর করে কিছু মানুষের ওপর।
পরিচালক জানান, চূড়ান্ত ক্লাইমেক্স দৃশ্যের সঙ্গে সম্পৃক্ত একটি গানের দৃশ্যধারণ শেষ হলেও বাকি গান নিয়ে ‘মায়াবিনী’ টিম যাবে নেপালে। সাইমনের ভিসা সংক্রান্ত জটিলতা শেষ হলেই রওনা দেবেন তারা।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসও/জেএইচ