ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতায় সত্যজিৎ রায় ধরণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
কলকাতায় সত্যজিৎ রায় ধরণী সত্যজিৎ রায়

দক্ষিণ কলকাতার লি রোডের নামকরণ হচ্ছে সত্যজিৎ রায় ধরণী। এর পার্শ্ববর্তী অঞ্চল বিশপ লেফ্রয় রোডে আমৃত্যু ছিলেন এই কিংবদন্তি চলচ্চিত্রকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় সোমবার (২৯ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন।

সত্যজিতের কালজয়ী সব সৃষ্টিকর্মের পরিকল্পনা ও বাস্তবায়ন হয়েছে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। কিছুদিন আগে সড়কটি ১৫০ মিটার সম্প্রসারিত করা হয়েছে। এবার কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিলের গুরুত্বপূর্ণ সভায় সত্যজিতের নামে সড়কের নামকরণের বিষয়টি পাস করেছে।

ফেসবুক পোস্টে মমতা লিখেছেন, ‘কিংবদন্তি ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের বিস্ময়কর অবদান ও তার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা হিসেবে বিশপ লেফ্রয় রোডের কাছাকাছি লি রোডকে নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছি ‘সত্যজিৎ রায় ধরণী’। এর কাছাকাছি একটি বাড়িতে তিনি থাকতেন। ”

বহু গুণের অধিকারী সত্যজিৎ রায় পরিচালকের পাশাপাশি ছিলেন একাধারে চিত্রনাট্যকার, গীতিকার, সংগীত পরিচালক, ক্যালিগ্রাফার, চিত্রশিল্পী ও লেখক। ১/১ বিশপ লেফ্রয় রোডের বাড়িটির সঙ্গে ‘শতরঞ্জ কি খিলাড়ি’ (১৯৭৭), ‘চারুলতা’ (১৯৬৪) ও অপু ট্রিলজি ছবিগুলোর স্মৃতি জড়িয়ে আছে। এ ছাড়া ‘আগন্তুক’ (১৯৯১), ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ‘ঘরে বাইরে’র (১৯৮৫) মতো ধ্রুপদী কিছু ছবি তৈরি হয়েছে তার হাত ধরে।

সত্যজিতের বাড়ি ছিলো বলেই বিশপ লেফ্রয় রোডটি পর্যটকদের কাছে প্রিয়। ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে যিনি নিয়ে গিয়েছিলেন তার নীরব সাক্ষী হিসেবে আছে বাড়িটি। তিনিই প্রথম ভারতীয় হিসেবে ১৯৯২ সালে সম্মানসূচক অস্কার পান। ওই বছরেই পৃথিবী থেকে চিরবিদায় নেন সত্যজিৎ।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।