বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগণ, আরবাজ খান ও গোবিন্দকে পান মশলার বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ না হওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লি সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১ মার্চ) এই চার তারকার স্ত্রী গৌরি খান, কাজল, মালাইকা আরোরা খান ও সুনিতা আহুজার কাছে চিঠি পাঠিয়েছেন দিল্লি স্বাস্থ্য বিভাগ।
শাহরুখপত্মি গৌরি খানের চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার কাছে ছোট অনুরোধ। জনসাধারণের কথা চিন্তা করে শাহরুখ খানকে পান মশলার বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ না হতে উৎসাহিত করবেন। ’
গৌরির চিঠিতে আরও লেখা রয়েছে, ‘এর আগেও একবার আমরা (দিল্লি সরকার) কিং খানকে চিঠি পাঠিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি বরং ৫০ বছর বয়সী এই অভিনেতা এখনও পান মশলার বিজ্ঞাপন করছেন। ’
ওই চিঠিতে বলা হয়েছে, পান মশলায় তামাক জাতীয় কিছু থাকে না। কিন্তু এতে ব্যবহৃত সুপারি ক্যান্সারের কারণ হতে পারে। বৈজ্ঞানিক গবেষনায় এটি প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
বিএসকে