দাঁড়ান, দম নিন। হুট করে কিছু ভাববেন না।
মুম্বাইয়ের বান্দ্রায় নিজের প্রিয় রেস্তোরাঁ অলিভে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আড্ডা আর খানাপিনায় মজেছিলেন সালমান। সেখান থেকে তিনি যখন বেরোলেন, ঘড়ির কাঁটা ভোর সাড়ে চারটার ঘরে (ঠিকই পড়ছেন, ভোর সাড়ে চারটা)। রেস্তোরাঁ থেকে বেরিয়ে পথের ধারে চার দরিদ্র শিশুর দিকে চোখ পড়ে তার। কে না জানে ৫০ বছর বয়সী এই অভিনেতা বড় মনের মানুষ!
তাই শিশুদেরকে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিলেন সল্লু। কিন্তু তিনি সচরাচর সঙ্গে রাখেন ক্রেডিট কার্ড। তাই নগদ টাকা ছিলো না তার কাছে। এ কারণে নিজের বডিগার্ডের কাছ থেকে ৫০০ রুপি নিয়ে চার শিশুকে দেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা। এই সাহায্য পেয়ে খুশিতে ঝিলিক দিয়ে ওঠে শিশুদের চোখমুখ।
জানা গেছে, অলিভ রেস্তোরাঁয় প্রায়ই খেতে আসেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তিনিও তখন বাইরে দাঁড়িয়ে থাকা দরিদ্র শিশুদের অর্থ সাহায্য দেন, দামি খাবারও খাওয়ান।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ