ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মনোজ কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মনোজ কুমার মনোজ কুমার

চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রখ্যাত অভিনেতা মনোজ কুমার। শুক্রবার (৪ মার্চ) বিকেলে এ খবর বেরিয়েছে।

 পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল ও ১০ লাখ রূপি পাবেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।

মনোজ কুমারের প্রকৃত নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। ১৯৩৭ সালের ২৪ জুলাই তার জন্ম। ৭৮ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতার ছবির তালিকায় উল্লেখযোগ্য ‘হরিইয়ালি অউর রাস্তা’, ‘ওহ কৌন থি?’, ‘হিমালয় কি গড মে’, ‘দো বদন’, ‘উপকার’, ‘পাথর কি সনম’, ‘নীল কমল’, ‘পূর্ব অউর পশ্চিম', ‌‘রোটি কাপড়া অউর মাকান’, ‘ক্রান্তি’ প্রভৃতি।

দেশাত্মবোধক ছবিতে অভিনয় ও পরিচালনার জন্য আলাদাভাবে প্রশসিত হয়েছেন মনোজ কুমার। এজন্য তাকে ডাকা হয় ‘ভারত কুমার’ নামে। ১৯৯২ সালে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার ভূষিত করে তাকে।

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়।

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।