জীবনে অসংখ্য আলোকচিত্রীর সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিন্তু তাদের বেশিরভাগই পুরুষ।
‘সাধারণ অসাধারণ’ নামের একটি বিশেষ নাটকে অভিনয় করছেন তিশা। এটি তৈরি হচ্ছে নারী দিবসকে সামনে রেখে। এতেই আলোকচিত্রী চরিত্রে দেখা যাবে তাকে। মেয়েটি একটু অন্যরকম।
নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্য অনেক নাটকের মতো তার নির্দেশনায় ‘গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটকে কাজ করে দারুণ জনপ্রিয়তা পান তিশা। দীর্ঘদিন পর আবার তারা একত্র হলেন। সর্বশেষ ২০১২ সালের শেষ দিকে ‘জিরো জিরো সেভেন’ নাটকে এই পরিচালক ও অভিনেত্রী একসঙ্গে কাজ করেন।
শুক্রবার (৪ মার্চ) থেকে রাজধানীর নিকেতনে এর দৃশ্যধারণ শুরু হয়। পরদিনও এর কাজ হবে। এটি যৌথভাবে লিখেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নাটকটিতে তিশার ভাই ও ভাবীর ভূমিকায় থাকছেন তারকা দম্পতি হিল্লোল ও নওশীন। প্রেমিক চরিত্রে অভিনয় করছেন ইমন। এ ছাড়াও আছেন খালেদা আক্তার কল্পনা। আরটিভিতে আগামী ৮ মার্চ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ‘সাধারণ অসাধারণ’।
এদিকে আগামী ২০ মার্চ থেকে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ (দ্য বেড অব রোজেস) ছবির কাজ করবেন তিশা। এতে তাকে দেখা যাবে বলিউড অভিনেতা ইরফান খানের মেয়ের ভূমিকায়। এ ছাড়াও থাকছেন রোকেয়া প্রাচী, পার্নো মিত্র প্রমুখ।
বাংলাদেশ সময় : ০০০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
জেএইচ