বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত অংশ নিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘এডিটর’স গেস্ট’-এ। মিশর ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নানাদিক নিয়ে কথা বলেছেন তিনি।
মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের উপস্থাপনায় এ অনুষ্ঠান প্রচার হবে শনিবার (৫ মার্চ) রাত ৯টায়।
বিশিষ্টজনদের সাক্ষাৎকারভিত্তিক এ অনুষ্ঠানে এর আগে অতিথি হয়েছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, জার্মানির রাষ্ট্রদূত আলব্রেশট কোনসে, কানাডিয়ান হাইকমিশনার হিডার ক্রুডেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং, ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, ভারতের লোকসভার সদস্য খ্যাতিমান রাজনীতিক শশী থারুর এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা।
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
জেএইচ