ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সেলুলয়েডের অশ্বারোহী’র মহরত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
‘সেলুলয়েডের অশ্বারোহী’র মহরত

এ দেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রের সফল নির্মাতা আব্দুল জব্বার খান (১৯১৬-১৯৯৩)। তার হাত ধরেই ষাট বছর আগে ‘মুখ ও মুখোশ’ (১৯৫৬) নির্মাণ ও মুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পের সূচনা হয়েছিলো।

সেই ছবিই এ’দেশে চিত্রশিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলো; উন্মোচিত করেছিলো নতুন এক সম্ভাবনার দিগন্ত।

মহান এ ব্যক্তিত্বের জন্মশতবর্ষ উপলক্ষে ‘সেলুলয়েডের অশ্বারোহী’ প্রামাণ্যচিত্রটি পরিচালনা করছেন চিত্রপরিচালক শাহীন মাহ্মুদ। শুক্রবার (৪ মার্চ) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসা গ্রামের আব্দুল জব্বার খান মুক্তমঞ্চে এর মহরত অনুষ্ঠিত হয়।

এখানে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ উল আলম লেনিন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রকাশক মাহহারুল ইসলাম এবং আব্দুল জব্বার খানের পরিবারবর্গ।

বাংলাদেশ সময় : ১৬৫৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।