চার বছর পর আবার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। তবে আগেরবারের পুনরাবৃত্তি নয়, লাল-সবুজের দল লিখবে নতুন ইতিহাস।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের অবিস্মরণীয় জয় জাতিকে আনন্দে ভাসিয়েছে। এবার ভারত বধ করে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতার পালা। দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের অনুভুতি এখন এই একই মোহনায় এসে মিশেছে।
আমাদের মূল শক্তি তারুণ্য। বাংলাদেশ দলকে তরুণ ক্রিকেটাররাই এগিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়রা তো আছেনই। ফলে বিশ্বের সব দলের জন্য এখন লাল-সবুজের জার্সি গায়ের খেলোয়াড়রা সত্যিকারের বাঘ!
ব্যাঘ্রকুলের সরদার কাপ্তান মাশরাফি অদম্য, সাহসী। ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে। টাইগারদের সামনে মাথা নত করতেই হবে। গোটা জাতির বুকে আবার প্রশান্তির ছোঁয়া এনে দিক টিম বাংলাদেশ। দাপুটে বোলিং আর আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ভারত আজ অসহায় আত্মসমর্পণকারী দল হিসেবে আবির্ভূত হবে। আগাম অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে।
ভারত নিঃসন্দেহে বিশ্বের সেরা দল। আমাদের ছেলেরাও এখন বুক চিতিয়ে খেলছে। ভারতের মতো গভীর ব্যাটিং লাইনআপকে নাস্তানাবুদ করতে হলে চার পেসার তত্ত্বে যেতে হবে। আগের সিরিজে মুস্তাফিজ যেভাবে ভারতের সামনে বিভীষিকা হয়েছিলেন, তিনি আজ না থাকায় প্রতিপক্ষের সুবিধাই হবে। অসুবিধা নেই। আজকের ম্যাচে আরাফাত সানীকে রাখলে ক্ষতি হবে না। আবার আবু হায়দার রনিকেও নেওয়া যেতে পারে, না নিলেও খারাপ হবে না।
তামিম ও সৌম্যকে ওপেনিংয়ে কমপক্ষে আট-দশ ওভার খেলতে হবে। সাব্বিরের ওপর আমার আজ অনেক আস্থা। এ ছেলেটাই পারে ভারতের বোলিংকে অলিগলির মানের করে তুলতে। আর মাহমুদুল্লাহ তো আছেনই। বোলিংয়ে প্রথম ছয় ওভারের মধ্যে ভারতের প্রথম তিন ব্যাটসম্যানকে আউট করলে আমরা অনেকখানি এগিয়ে থাকবো।
বাঙালির সহস্র বছরের জীবন কাঁপানো ইতিহাস রচনার স্মৃতিবহ রক্তঝরা মার্চে আরেকটি অসাধারণ জয়ে দামাল ছেলেরা আমাদের মুগ্ধ করবে এ বিশ্বাস আছে। শুভকামনা মাশরাফি, শুভকামনা টাইগার্স, সাবাশ বাংলাদেশ। দুর্বার গতিতে এগিয়ে যাক আমাদের ক্রিকেট। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ...
অনুলিখন : জনি হক
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেএইচ
বিনোদন
যাও এগিয়ে আমার বাংলাদেশ ।। আসিফ আকবর
আসিফ আকবর (অতিথি লেখক) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।