ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোটপর্দায় নারী দিবস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
ছোটপর্দায় নারী দিবস

প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বের নারীসমাজ একটি প্রধান উপলক্ষ্য হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন।

আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে দেশের বিভিন্ন টিভি চ্যানেল। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটির খবর।

শি ফেস্ট
রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে দুপুর ২টা থেকে শুরু হবে ‘শি ফেস্ট’। বেঙ্গল গ্রুপের এই আয়োজন বিকেল ৪টা ০৫ মিনিট থেকে রাত ৯টা অবধি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। এতে কনসার্টও থাকবে।

* ‘সম্পূর্ণা’ অনুষ্ঠানে (বাঁ থেকে) উপস্থাপক আব্দুর নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকের ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। একুশে টেলিভিশনে প্রচার হবে রাত ৮টায়।


* ‘আমি যে নারী’ অনুষ্ঠানে (বাঁ থেকে) শম্পা রেজা, ফেরদৌসী প্রিয়ভাষিনী ও সারা হোসেন। এসএ টেলিভিশনে প্রচার হবে দুপুর ১টায়। অভিনয়ে দোলা, তোরা ও নিশাত।


* ‘নারী কথন’ অনুষ্ঠানের দৃশ্য। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এতে অতিথি হিসেবে থাকছেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারপারসন রত্না পাত্র, চ্যানেলটির সিনিয়র রিপোর্টার কাওসার সোহেলী, স্টাফ রিপোর্টার মৌমিতা জান্নাত ও সংবাদ পাঠিকা এন কে নাতাশা। উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনের সংবাদ বিভাগের কর্মী অমৃতা মোদক।


* ‘আপন আলোয়’ অনুষ্ঠানে উপস্থাপিকা রোকেয়া প্রাচী ও টপ অব মাউন্ড গ্রুপের সিএফও সালমা আদিল। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে রাত ৮টায়। এতে অতিথি হিসেবে আরও থাকছেন বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম এবং কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি পাবলিক অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশনস্ ম্যানেজার শামীমা আক্তার।


* ‘প্রিয়তমেষু’ অনুষ্ঠানে অতিথিরা। এসএ টেলিভিশনে প্রচার হবে রাত ১১টায়।

অন্যান্য আয়োজন
এনটিভিতে দুপুর ১টায় ‘নারী’, আরটিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বাংলার বউ’ (ফেরদৌস, মৌসুমী), জিটিভিতে সকাল ১১টা ১৫ মিনিটে ‘অগ্রযাত্রায় নারী’, দেশ টিভিতে সকাল ৮টায় পূর্ণদৈর্ঘ্য ছবি ‘শত্রু শত্রু খেলা’ (মান্না, মৌসুমী, রাজ্জাক, রেসি), চ্যানেল নাইনে সকাল ৯টায় পূর্ণদৈর্ঘ্য ছবি ‘রাঙা বউ’ (ঋতুপর্ণা সেনগুপ্ত)।

বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।