ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় সঙ্গীতে শুরু ‘জয়বাংলা কনসার্ট’

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
জাতীয় সঙ্গীতে শুরু ‘জয়বাংলা কনসার্ট’ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর্মি স্টেডিয়াম থেকে: জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো চেতনার ‘জয়বাংলা কনসার্ট’। পুরো একটি বছরের অপেক্ষা শেষে তারুণ্যের বিশাল এ আয়োজনের পর্দা উঠলো।



লাইভ কনসার্ট দেখুন এখানে

শুরুতেই মঞ্চে এসেছে জনপ্রিয় ব্যান্ড আর্বোভাইরাস। এখন পারফর্ম করছে তারা।

সোমবার (০৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর এ আয়োজন করছে ইয়াংবাংলা। এটি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশনের (সিআরআই) একটি সংগঠন।
এবার লালন, আর্বোভাইরাস, নেমেসিস, শিরোনামহীন, শূন্য, ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট- এ সাত ব্যান্ড পারফর্ম করছে।

খবর-ছবিসহ কনসার্টটি লাইভ স্ট্রিমিং করছে বাংলানিউজ।
 
কনসার্ট শুরুর আগেই মূল ফটকে লম্বা লাইন দেখা করা যায়। দুপুর তিনটার দিকে স্টেডিয়ামের ফটক খোলা হয়। ভেতরে ঢুকেই চোখের সামনে প্রিয় ব্যান্ড তারকাদের রিহার্সেলও উপভোগ করেন শোতারা।

দুপুর ১টায় ফটক খুলে বিকেল সাড়ে তিনটায় কনসার্ট শুরুর কথা ছিল। কিন্তু রোববার (৬ মার্চ) সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটে। তাই দর্শকদের কষ্ট যেন না হয়, সে বিবেচনায় প্রস্তুতি সম্পন্নে সময়ের পরিবর্তনের কথা জানানো হয়।

এবারের আয়োজনে নিজেদের জনপ্রিয় গানগুলোই শুধু নয়, প্রতিটি ব্যান্ড গাইছে যুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতারের সম্প্রচারিত অন্তত একটি করে গান। ওয়ারফেইজ গাইছে জর্জ হ্যারিসনের আবেগঘন গান ‘বাংলাদেশ’।

এছাড়া আয়োজনের মূল আকর্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ, যা লেজারের রঙিন ভার্সনে পাবেন দর্শকরা।
কানসার্ট কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানী ও এর সংলগ্ন সাতটি রুট থেকে দর্শকদের আনার ব্যবস্থা হিসেবে বাস সার্ভিস দেয় ইয়াংবাংলা। গাড়িগুলোর পার্কিং সুবিধাও ভালোভাবে করা হয়েছে।
কনসার্টে সম্পূর্ণ বিনা খরচে যোগ দিচ্ছেন আগতরা। রোববার পর্যন্ত অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে সবাই সংগ্রহ করেছেন টিকিট।

প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণদের উপস্থিতিই ছিল বেশি। আয়োজকরা গতবছরের অভিজ্ঞতা থেকে জানান, সন্ধ্যার পর সব বয়সীদের ভিড় জমে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬/আপ: ১৭০৫ ঘণ্টা
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।