ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিঠুর প্রথম জানাজা ধানমন্ডিতে বাদ মাগরিব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
মিঠুর প্রথম জানাজা ধানমন্ডিতে বাদ মাগরিব খালিদ মাহমুদ মিঠু

ঢাকা: চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর (৫৩) প্রথম জানাজা বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে  অনুষ্ঠিত হবে।  

সোমবার (০৭ মার্চ) ধানমন্ডি-৪ নম্বরে তার বাসভবনের সামনে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।



চিত্রশিল্পী মুনিরুজ্জাম‍ান বাংলানিউজকে জানান, বাদ মাগরিব মিঠুর প্রথম জানাজা ধানমন্ডিতে তার বাসার সামনে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হবে।

‘মিঠুর ছেলেরা দেশের বাইরে থাকে। তারা আসতে আসতে বুধবার (০৯ মার্চ) হয়ে যাবে। এরপর বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার দ্বিতীয় জানাজা হবে। ’

তিনি বলেন, এরপর বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা ও এফডিসিতে (বিএফডিসি) চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মিঠুর মরদেহ নেওয়া হবে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে পঞ্চম জানাজার পর বনানী করবস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এর আগে ধানমন্ডি-৪ এ খালিদ মাহমুদ মিঠুর ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

প্রথমে তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মিঠুকে মৃত ঘোষণা করেন।

খালিদ মাহমুদ মিঠু একজন গুণী পরিচালক ছিলেন। তার পরিচালিত ‘গহীনে শব্দ’ ও ‘জোনাকীর আলো’ ছবি দু’টি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

তার স্ত্রী কনকচাঁপা চাকমাও একজন চিত্রশিল্পী। তাদের দুই সন্তান শিরোপা পূর্ণা ও আর্য শ্রেষ্ঠ।

এদিকে এ ঘটনায় আহত এক রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এজেডএস/এসজেএ/এএটি/এমএ

** মাথায় গাছ পড়ে খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।