আর্মি স্টেডিয়াম থেকে: অতঃপর অমর কবি এলেন, মুক্তির গানটি গাইলেন, কবিতায় তন্ময় করে দিলেন সহস্র শ্রোতাকে। একাত্তরের ৭ মার্চের মতোই আরও একবার যেন 'জয়বাংলা কনসার্ট'-এ পুরো মনোযোগ কেড়ে নিলেন বঙ্গবন্ধুই।
রীতিমতো রঙিন ছবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে বরাবরের মতো মন্ত্রমুগ্ধ হলেন এ কনসার্টের দর্শকরাও।
মঞ্চে শূন্য'র উপস্থাপন চলে ৭টা পর্যন্ত। এরপর সাদা কাফনে মুক্তিযুদ্ধের স্লোগান বয়ে আনেন কিছু তরুণ। সে সময়ের সাজ-পোশাকে সময়টি তুলে ধরেন তারা।
লাইভ কনসার্ট দেখুন এখানে
এরপর ঠিক রাত পৌনে ৮টায় শুরু হয় বঙ্গবন্ধুর ভাষণ। তন্ময় হয়ে তরুণরা শুনছিলেন মহাকবির কবিতা।
সোমবার (০৭ মার্চ) বিকেলে শুরু হয়েছে ইয়াংবাংলা'র এ কনসার্ট।
বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, রেদোয়ান সিদ্দিক ববি, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারানা হালিমসহ অনেকেই আছেন উপভোগ্য এ আয়োজনে।
ববি আয়োজকদের একজন, তদারকি করছেন সবকিছু।
আয়োজক কর্মকর্তা নাহিম রাজ্জাক বাংলানিউজকে বলেন, আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। ৪০ হাজার রেজিস্ট্রেশন হয়েছে এবার। আর আমরা আরও ১০
হাজার টিকিট দিয়েছি। বাইরে এখনো লম্বা লাইন। গতবারের চেয়েও এবার বেশি উদ্দীপ্ত আয়োজন।
পলক বলেন, এটির জন্য সবাই অপেক্ষায় থাকে।
বঙ্গবন্ধুর ভাষণের রঙিন ভার্সন সবার পছন্দ হবে বলে আগেই ধারণা করছিলেন তারা।
শূন্য'র সুশ্রী গায়কের কন্ঠে 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সঙ্গে কন্ঠ মিলিয়েছে গ্যালারি।
এছাড়া তাদের 'ভাগো' পেয়েছে বিপুল করতালি।
আয়োজনের ফাঁকে নামাজের বিরতি দেওয়া হয়েছে সময়মতো।
প্রতিবেদন লেখা পর্যন্ত মঞ্চে আছে ক্রিপটিক ফেইট। দর্শকরা আগে থেকেই নিজেদের পছন্দের গানটি স্মরণ করিয়ে দিচ্ছেন গায়কদের।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসকেএস/এএসআর
** কনসার্টে জয়-ববি, মঞ্চে ‘আগুন’ (লাইভ দেখুন)
** জাতীয় সঙ্গীতে শুরু ‘জয়বাংলা কনসার্ট’