ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিবকে রান্না করে খাওয়াবেন শ্রাবন্তী

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
শাকিবকে রান্না করে খাওয়াবেন শ্রাবন্তী শ্রাবন্তী চ্যাটার্জি ও শাকিব খান/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর রান্না করতে খুব ভালো লাগে। হোটেল নয়, ঘরে তৈরি খাবারই খেতে চান তিনি।

বাসাবাড়িতে রান্না করা খাবার পছন্দ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানেরও। তাই তাকে রান্না করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।
 
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে জুটি বেঁধেছেন শাকিব ও শ্রাবন্তী। সোমবার (৭ মার্চ) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ছবিটির মহরতে কথায় কথায় খাওয়া-দাওয়া নিয়ে নিজেদের পছন্দ তুলে ধরেন তারা।
 
জানা গেলো, ছবিটির জন্য এক সপ্তাহ ধরে দাড়ি-গোফ কাটছেন না শাকিব। শ্রাবন্তীর কাছে মনে হচ্ছিলো, বাংলাদেশের ‘কিং খান’কে দাড়ি-গোফে আরও ভালো লাগবে। তিনি নিজেই হেসে হেসে সেকথা জানিয়ে বললেন, ‘আমি তার গানের ভিডিও দেখেছি। ফেসুবকে-টুইটারে ছবি দেখেছি। দেখে মনে হয়েছে, তাকে দাড়ি-গোফে আরও দারুণ লাগবে। শুনেছি, এখানে শাকিব কিং! তিনিই বড় সুপারস্টার। তাই বাংলাদেশে প্রথম ছবিতেই তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। ’

এটা শুনে তো চমকে গেছেন শাকিব। রসিকতার সুরে তিনি বলেন, ‘ভারতীয় প্রযোজকের পক্ষ থেকে আমাকে প্রায়ই ফোন করে জানতে চাওয়া হতো, দাড়ি-গোফ কাটিনি তো? এখন বুঝলাম রহস্য কোথায়!’
 
শাকিবের এই আন্তরিকতার জন্য সাধুবাদ জানান ছবিটির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ। তিনিই মঞ্চে ‘শিকারী’র নায়ক-নায়িকাকে ডেকে প্রথমবারের মতো পাশাপাশি দাঁড় করিয়েছেন।

শ্রাবন্তীকে দেখে কেমন লাগছে? প্রযোজকের মুখে এ প্রশ্ন শুনে শাকিব রসাত্মক ঢঙে বলেন, ‘এমন সুন্দরী মেয়ে পাশে থাকলে কার না ভালো লাগে! আমার তো ভালোও বাসতে ইচ্ছে করছে! শ্রাবন্তীকে দেখে তার সৌন্দর্য নিয়ে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ’

অনুষ্ঠানে আরও ছিলেন আরেক প্রযোজক এসকে মুভিজের অশোক ধানুকা, পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, মোস্তফা সরয়ার ফারুকী, জাকির হোসেন রাজু। এসেছিলেন ওপার বাংলার নায়ক ওম।

এ ছাড়াও ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সংগীতশিল্পী কনা, শফিক তুহিন, কিশোর, ইমরান, লেমিস, চিত্রনায়িকা জলি, অভিনেত্রী রেবেকা, অভিনেতা শিবা শানু।
 
জাকির হোসেন সীমান্ত এবং ওপারের জয়দেব মুখার্জির যৌথ পরিচালনায় ‘শিকারী’তে আরও অভিনয় করবেন সুব্রত, মনজুরুল আলম, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপলিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জি ও রাহুল দেব রয়।

ছবিটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি। কলকাতায় এর দৃশ্যধারণ শুরু হবে আগামী ১৪ মার্চ। ‘শিকারী’র অনলাইন ও ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজি।
 
বাংলাদেশ সময় : ০০৩৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।