ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মনমরা হয়ে গেছেন মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
মনমরা হয়ে গেছেন মিম বিদ্যা সিনহা মিম

‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বিদ্যা সিনহা মিম। ছবিটির পরিচালক খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু হয়েছে সোমবার (৭ মার্চ)।

অফিস থেকে ঘরে ফেরার পথে কৃষ্ণচূড়া গাছ ভেঙে মাথায় পড়ায় মারা যান তিনি।

খবরটি এখনও বিশ্বাস হচ্ছে না মিমের। মিঠুকে তিনি মামা সম্বোধন করতেন। ফেসবুকে জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন- ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না, খালিদ মাহমুদ মিঠু মামা আমাদের মাঝে আর নেই। আজ (সোমবার) দুপুরে তিনি পরলোকগমন করেছেন। ’


যোগ করে মিম বলেন, ‘আমি মন থেকে তাকে শ্রদ্ধা করতাম। কারণ তার সঠিক দিকনির্দেশনার সুবাদেই আজ আমি জাতীয় পুরস্কার পাওয়ার মতো সামর্থ্য অর্জন করেছি। ’

প্রয়াত পরিচালকের আত্মার শান্তির জন্য সবাইকে প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন মিম। তার আশা, মিঠু শান্তিতেই থাকবেন।

‘জোনাকীর আলো’ ছাড়াও খালিদ মাহমুদ মিঠু পরিচালনা করে ‘গহীনে শব্দ’। এ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরিচালনার পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও সমাদৃত ছিলেন গুণী মানুষটি।

বাংলাদেশ সময় : ০৯২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।