ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বকাপ নিয়ে প্রীতম হাসানের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
বিশ্বকাপ নিয়ে প্রীতম হাসানের গান প্রীতম হাসান

জনপ্রিয় অনেক গানের গীতিকার আসিফ ইকবাল। কাজ করছেন নামী সংগীতায়োজকদের সঙ্গে।

অন্যদিকে তরুণ সুরকারদের সঙ্গেও তার সুন্দর বোঝাপড়া। নিজের লেখা নতুন একটি গান নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী প্রীতম হাসান। তার সম্পর্কে আসিফ ইকবালের মন্তব্য, ‘দ্য নিউ মিউজিক সেনসেশন অব বাংলাদেশ’।

মঙ্গলবার (৮ মার্চ) ভারতে শুরু হচ্ছে ‘আইসিসি ওয়ার্ল্ড টি২০ ২০১৬’। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ। দলটির জার্সি স্পন্সর করছে মেঘনা গ্রুপের ফ্রেশ। লাল-সবুজের বিশ্বকাপ যাত্রা উপলক্ষে তৈরি হয়েছে গানটি। এর কথা হলো- ‘বাইশ গজের সীমানায় বাঘের থাবা দেখবি আয়/চার ছয়ে কার মওকা কোন চিপাতে পইরা যায়’। গানটির ভিডিও তৈরি করছেন তানিম রহমান অংশু।

প্রীতম বাংলানিউজকে বললেন, ‘ক্রিকেট উন্মাদনায় বাড়তি আনন্দ যোগ করবে এটি। আসিফ ভাইয়ের লেখা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার লেখা গান গেয়েছি এটা আমার জন্য বেশ আনন্দের ব্যাপার। ’

সংগীত পরিবারে জন্ম প্রীতম হাসানের। তার বাবা প্রয়াত খালিদ হাসান মিলু ও বড় ভাই প্রতীক হাসান। প্রীতম জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সহকারী হিসেবে কাজ করছেন। কয়েকটি মিশ্র অ্যালবামে গেয়েছেন ও সংগীতায়োজন করেছেন। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে আসবে তার প্রথম একক অ্যালবাম।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।