ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এখনকার নারীদের নিয়ে কারিনার উপলব্ধি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
এখনকার নারীদের নিয়ে কারিনার উপলব্ধি কারিনা কাপুর খান

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তার মতে, সমাজে এখনও এ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই।

শিগগিরই ‍আর. বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’য় দেখা যাবে তাকে।

ছবিটিতে বেবোর (কারিনার ডাকনাম) বিপরীতে আছেন অর্জুন কাপুর। তাকে দেখা যাবে ঘরজামাই চরিত্রে। ক্যারিয়ার সচেতন স্ত্রীকে ঘরের নানান কাজে সহযোগিতা করেন তিনি। এ চরিত্রের সঙ্গে বলিউড অভিনেতা সাইফ আলি খানের কোনো মিল আছে কি-না প্রসঙ্গে কারিনা বলেন, ‘একেবারেই না। কারণ আমরা একই পেশার মানুষ। আমাদেরকে দিনের বেশিরভাগ সময় ছোটাছুটির মধ্যে থাকতে হয়। তবে ঘরে থাকাটা মনে হয় সাইফ উপভোগ করে। ’

‘কি অ্যান্ড কা’ প্রসঙ্গে কারিনা বললেন, ‘লিঙ্গ বৈষম্য ভাবনার কারণেই এটি ব্যতিক্রম একটি ছবি। এ বিষয় নিয়ে কেউই মুখ খোলেন না। এতে ঘরজামাই আছে, আছে কাজ করতে চাওয়া স্ত্রী। আজ সবক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ থাকে, তারাই নেতৃত্ব দিচ্ছেন এখন। ২০ বছর আগের তুলনায় তারা এখন অনেক স্বাধীন। ’ 

নতুন ছবিতে উচ্চাভিলাষী নারীর চরিত্রটি বাস্তব ও বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলা চ্যালেঞ্জ মনে করেছেন কারিনা। ৩৫ বছর বয়সী এই তারকার কথায়, ‘এটা খুব আকর্ষণীয় চরিত্র। যেখানে আমি মেয়ের চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছি। দর্শকদের কাছে তাকে গ্রহণযোগ্যই মনে হবে। কোনো নির্দিষ্ট চরিত্রে অভিনয় করলে তার মতো চালচলন হতে হয়। ফুটবলার কিংবা বক্সারের ভূমিকায় কাজ করতে গেলে পোশাক, চুল সবই তেমন হওয়া জরুরি। কিন্তু এ ছবিতে মার্কেটিং এজেন্সিতে কর্মরত উচ্চাভিলাষী সাধারণ মেয়ের চরিত্রটি ফুটিয়ে তোলা অনেক কঠিন ছিলো। ’

তবে অগতানুগতিক চিত্রনাট্যটির অর্ধেক শুনেই সংশয়হীনভাবে কাজটি করতে সম্মতি জানান কারিনা। তিনি বলেন, ‘গল্পটা শোনার এক মিনিটের মধ্যে চুক্তিতে সই করেছি। বিরতির আগ পর্যন্ত চিত্রনাট্য শুনে বালকি স্যারকে বললাম, পরেরটুকু বলার কোনো প্রয়োজন নেই। আমি এতে অভিনয় করবো। ’

‘কি অ্যান্ড কা’ মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। কারিনা সর্বশেষ অভিনয় করেন সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।