মঞ্চে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। উপস্থাপক চিত্রনায়ক ফেরদৌসের কণ্ঠ আবেগে থরথর।
মঞ্চে উঠতে উঠতে মুচকি হাসলেন কিংবদন্তি গায়িকা রুনা। ফেরদৌস আরও যোগ করলেন, ‘অনেকে বলে কিন্নরকণ্ঠী কিংবা কোকিলকণ্ঠী গায়িকা। আমার মনে হয়, বাংলাদেশের কোনো একটি পাখির নাম রাখা যায় রুনা লায়লা’।
ফেরদৌসের এমন বক্তব্যের পর এলো বিপুল সমর্থন। হলজুড়ে তুমুল করতালি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্যোগে ‘আরটিভি জয়া আলোকিত নারী ২০১৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তৈরি হলো এ দৃশ্য।
অনুষ্ঠানে রুনা লায়লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমান। শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম। সংক্ষিপ্ত বক্তব্যে আরটিভিকে ধন্যবাদ জানান রুনা।
রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় এই আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আটজন আলোকিত নারীকে সম্মাননা দেওয়া হয়। অন্যরা হলেন চলচ্চিত্র অভিনয়ে কোহিনূর আখতার সুচন্দা, শিক্ষায় জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, সাহিত্যে নাসরিন জাহান, নারী উদ্যোক্তায় গোলাপ বানু, ক্রীড়ায় মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শীলা।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসও/জেএইচ