ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার ‘ভঙ্গুরতায় পথচলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আবার ‘ভঙ্গুরতায় পথচলা’

যাপিত জীবনে সমাজ, প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ আর নানা বাস্তবতার চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে চলে সময়। পথ চলতে চলতে সমাজের নানা অভিজ্ঞতা প্রতিদিন জমা হয় শিল্পীর অবচেতনের মহাফেজখানায়।

অতি সাধারণ বিষয়ও শিল্পীর আবেগ, অভিজ্ঞতায় অসাধারণরূপে প্রকাশিত হয় ক্যানভাসে, শিল্পে, নানা মাধ্যমে।

শিল্পী বিপুল শাহর শিল্পকর্মেও এ বিষয়টি বেশ পরিলক্ষিত হয়। তার ক্যানভাসে অবধারিতভাবেই উঠে এসেছে অতি সাধারণ মরচে পড়া টিন, ভাঙা জানালা, শেওলা জমা দেয়াল, পোকায় খাওয়া কাঠ ইত্যাদি। শিল্পকর্মগুলোয় পাওয়া যায় স্বপ্ন ও দুঃস্বপ্নের সংঘাত। শিল্পী চলার পথের নানান উপাদান আর অভিজ্ঞতাকে  প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সম্পর্কযুক্ত করে এগিয়ে যেতে চান সামনে। ভেঙেচুরে গড়ে উঠতে চান নতুন মানুষ হয়ে, আরেক শিল্পী হয়ে।

শিল্পী বিপুল শাহর তেমন কয়েকটি চিত্রকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি আয়োজন করা হয়েছে ‘ভঙ্গুরতায় পথচলা-২’। এর উদ্বোধন হবে শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শিল্পী হামিদুজ্জামান খান ও শিল্পী আবুল বারক আলভী। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস অতিথিদের স্বাগত জানাবেন ও সভাপতিত্ব করবেন।

প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় ৩০টি চিত্রকর্ম। চলবে ২৫ মার্চ পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।

শিল্পী বিপুল শাহ ১৯৬৭ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেন। দেশ-বিদেশে সাতটি একক ও অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ‘ভঙ্গুরতায় পথচলা-২’ তার অষ্টম একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘ভঙ্গুরতায় পথচলা’ শিরোনামে ২০০৭ সালে গ্যালারি কায়ায় শিল্পীর একক প্রদর্শনী হয়েছিল।

বাংলাদেশ সময় : ০৯১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।