ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বশান্তি ছড়িয়ে দেওয়ার উৎসবে এলআরবি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
বিশ্বশান্তি ছড়িয়ে দেওয়ার উৎসবে এলআরবি

গানে গানে বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে উপমহাদেশের সংগীতশিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে একদিনের উৎসব। এর শিরোনাম ‘হান্ড্রেড পাইপারস-নেশনস ফর পিস’।

এতে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে এলআরবি। আইয়ুব বাচ্চুর নেতৃত্বে দলটিতে আছেন স্বপন, রোমেল ও মাসুদ।

ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে ডিএলএফ সাইবার হাবে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই সংগীত উৎসব। এখানে বাংলাদেশের পাশাপাশি থাকছেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান ও পাকিস্তানের সংগীতশিল্পীরা।

ভারতের রক ব্যান্ড পরিক্রম, ইলেক্ট্রনিকা-ফোক দল হরি ও সুখমনি, নেপালের স্ট্রিম ইনজুনসের অভয়া সুব্বা, ভূটানের দ্রুক রিভাইভাল, পাকিস্তানের নুরি ও শ্রীলঙ্কার প্যারানয়েড আর্থলিং।

আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, ‘সব শ্রেণীর মানুষকে একত্র করার বেলায় সংগীত খুব শক্তিশালী মাধ্যম। বিভিন্ন দেশের জনসাধারণের মধ্যে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সংগীত। ’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শান্তির শুভেচ্ছাদূত হিসেবে সাতটি দেশের সেরা সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের এই প্রশংসনীয় কাজ সবসময়ই মনে করিয়ে দেবে ইতিবাচক দিক। ’

বাংলাদেশ সময় : ১২০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।